ঝালকাঠিতে আওয়ামী লীগনেতা প্রবীণ আইনজীবীর বসতঘর দখলচেষ্টা,হামলার অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির প্রবীণ আইনজীবী ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি এসএম ফজলুল হকের বসতঘরে হামলা চালিয়ে দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাঁর বসতঘরে ভাঙচুর করা হয়। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাাবে সংবাদ সম্মেলনে প্রবীণ এ আইনজীবী অভিযোগ করেন জমির সাবেক মালিক আনসার উদ্দিন ও তার ছেলে জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সালাহউদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝালকাঠি শহরের কালীবাড়ি সড়কের ধোপারচক এলাকায় এসএ ২৮৯ খতিয়ানের ১৫৯৬ নম্বর দাগের ৬৯ সহাস্রাংশ জমি স্থানীয় আনসার উদ্দিনের কাছ থেকে ১৯৮১ সালে ক্রয় করেন তিনি। পরবর্তীতে একই দাগের ৮ সহাস্রাংশ জমি আনসার উদ্দিন জনৈক অরবেন্দু মন্ডলের কাছে বিক্রি করেন । এতে এস.এম ফজলুল হকের চলাচল বাধাগ্রস্ত হলে তিনি ওই দলিলের বিরুদ্ধে প্রিয়েমশন মামলা নং ৫৬/৮৮ দায়ের করেন । এ মামলার রায়ের আলোকে আদালত ওই ৮ সহাস্রাংশ জমিও ফজলুল হককে বুঝিয়ে দেন । ওই জমিতে ফজলুল হকের একটি টিনেরঘর এবং ঘরের মধ্যে একটি পানির পাম্প রয়েছে । সম্প্রতি আনসার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, নাসির উদ্দিন ও সালাহ উদ্দিন ওই জমির মধ্য থেকে প্রায় দুই শতাংশ জমি ফেরত দিতে তাকে চাপ প্রয়োগ করেন। এনিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত ২৭ জুন আনসার উদ্দন, তার পুত্র জসিম, ছাত্রদল সেতা সালহউদ্দিন ও নাসিরের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে প্রবীন এ আইনজীবীর বসতঘরে হামলা চালিয়ে দুই শতাংশ জমির ওপর নির্মিত পাম্প হাউজ দখলের চেষ্টা চালায়। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুণ কর্মকার ও পুলিশ গিয়ে তাদের ওইঘর থেকে নামিয়ে দেয়। ঘরে তালা মেরে চাবি তরুন কর্মকাররের কাছে রাখা হয় । এ ঘটনার পরে হামলাকারীরা উল্টো প্রবীণ এ আইনজীবীর নামে মারধরের অভিযোগ এনে ঝালকাঠি থানায় মিথ্যা একটি অভিযোগ দাখিল করে। এমনকি দখল চেষ্টাকারীরা মিথ্যা তথ্য দিয়ে অ্যাডভোকেট এসএম ফজলুল হক এবং তার মেয়ে জামাই জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এ্যাড. রুহুল আমীন রিজভীর বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনও করে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রবীণ আইনজীবী এস.এম ফজলুল হক। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি। এ ব্যাপারে আনসার উদ্দিনের ছেলে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্নসম্পাদক মোঃ সালাহউদ্দিন হামলার অভিযোগ অস্বীকার করে জানান, তাদের জমি বিক্রির পরেও প্রায় দুই শতাংশর বেশি দখল করে আছেন এসএম ফজলুল হক। সে জমিতে তার বাবার তৈরি টিনের ঘর রয়েছে । যে ঘরে তাদের জন্ম হয়েছে । এতদিন অন্যায়ভাবে এস.এম. ফজলুল হক সাহেব তাদের ঘর ও জমি জোড়পূর্বক দখল করে রেখেছিল। সম্প্রতি আমরা তা দখলে নিয়েছি । এখন ঘরের চাবি স্থানীয় কাউন্সিলর তরুন কর্মকারের কাছে জমা আছে ।

Share.

Leave A Reply