রাজাপুরে রাতের আধারে টিনের বেরা দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোর এলাকায় মৃত. নুরুজ্জামান তালুকদারের দেড় শতাংশ জমি টিনের বেরা দিয়ে দখল কর নেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত. নুরুজ্জামান তালুকদারের স্ত্রী বিবি মরিয়ম এ অভিযোগ করেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত ২ টার দিকে পাশ্ববর্তী জাকির হোসেন প্রায় শতাধিক লোক নিয়ে টিনের বেরা দিয়ে তাদের এই জমি দখলের চেষ্টা করে। এসময় বিবি মরিয়ম ঘরে একা ছিলেন। মহরার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পরেন তিনি। খবর শুনে বিবি মরিয়মের ছোট ছেলে মাদ্রাসার ছাত্র মো. মহিবুল্লাহ জারিফ বরিবার সকাল ৬ টার দিকে বাড়িতে আসেন। তাদের জমিতে টিনের বেরা দিতে দেখে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। পুলিশ চলে যাওয়ার ১০ মিনিট পরে আবার কাজ শুরু করে। এসময় বিবি মরিয়ম বেরা দিতে বাঁধা দেন। তখন প্রতিপক্ষের লোকজন এসে তাকে ধাক্কা দেয়। মাকে রক্ষার জন্য এগিয়ে আসলে ছেলে মাদ্রাসার ছাত্র মো. মহিবুল্লাহ জারিফ বাম হাতে দা দিয়ে কোপ দেয় এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে রাজাপুর উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা নেয়। মাদ্রাসার ছাত্র মো. মহিবুল্লাহ জারিফ বলেন,‘ আমাদের জমি অন্যরা দখল করে নিচ্ছে এই খবর শুনে আমি বারিতে আসি। এসে দেখি আমার মাকে হেনস্থা করছে। এটার প্রতিবাদ করলে আমার হাতে কোপ দেয় এবং আমাকে পিটিয়ে আহত করে। আমরা এর বিচার চাই। এব্যাপারে বিবি মরিয়ম বলেন,‘ আমরা ১৯৮২ সাল থেকে এখানে বসবাস করতেছি। আমাদের সাতটি দোকান রয়েছে। এখন রাতের আধারে এসে কেউ অন্যায় ভাবে জমি দখল করবে তা মেনে নেওয়া যায় না। আমি একা এখানে বসবাস করি আমাকে বিভিন্ন রকমের ভয় ভিতি দেখানো হচ্ছে। আমি সব সময় আতঙ্কের মধ্যে থাকি । আমরা এব্যাপারে প্রশাসনের সহযোগীতা কামনা করছি। অভিযুক্ত জাকির হোসেন বলেন, আমি মো. রফিকুর ইসলাম খোকন, তাওহীদুল ইসলাম, সাইদুল ইসলাম, তারিকুল ইসলাম, রেদোয়ান হোসেন, মো. নজির তালুকদার, নাছির তালুকদার, মো. আবু বক্কর, ওমর, সুপিয়া ও ফাতেমার কাছ থেকে ৮ শতাংশ জমি কিনেছি । গত বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি ) জমির দলিল করা হয়েছে। রাতে নয় আমি খুব ভোর থেকে আমি আমার জমিতে কাজ শুরু করেছি। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র এব্যাপারে বলেন, ‘ আমরা উভয় পক্ষকে কাগজ নিয়ে ডেকেছি। কাগজ যাদের পক্ষে থাকবে জমি তাদের বুঝিয়ে দেওয়া হবে।

Share.

Leave A Reply