নলছিটিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা

0

মিলন কান্তি দাস : ঝালকাঠি নলছিটিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা শনিবার সকালে নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোহম্মদ জলিলুর রহমান আকন্দ’র সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী,মাধ্যমিক শিক্ষা অফিসার মু, আনোয়ার আজীম,নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার রানা,আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মিলন কান্তি দাস। কর্মশালায় উপজেলার নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়,নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ,খাগড়াখানা মডেল হাইস্কুল,কয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,জুরকাঠী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডেবরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,চর আমতলী দাখিল মাদ্রাসা,তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসা,মগড় সালেহিয়া দাখিল মাদ্রাসা এবং দপদপিয়া ইউনিয়ন মডেল মহিলা কলেজ ১০টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান সহ চারজন করে কর্মশালায় অংশ গ্রহণ করেন। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে বলে জানান শিক্ষা পরিদর্শক মোঃ আজিজুর রহমান।

Share.

Leave A Reply