ঝালকাঠিতে শোক আর শ্রদ্ধার নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

0

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে শোক আর শ্রদ্ধার নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন, পৌরসভা, চেম্বার অব কমার্স, ঝালকাঠি প্রেস ক্লাব, অসীমাঞ্জলী ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরীফ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুলল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। আলোচনা সভায় দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়। পরে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে সিভিল সার্জন অফিস, জেলা সদর হাসপাতাল, বিএমএ, স্বাচিপ এবং সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ শোক র‌্যালী, শ্রদ্যার্ঘ অর্পন, আলোচনা সভা, স্বাস্থ্য সেবা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে অন্যানের মধ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক ডা. পবিত্র দেবনাথ, ঝালকাঠি সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, ঝালকাঠি সদও হাসপাতালের তত্তাবধায়ক ডা. এইচএম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সংগঠন ও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

Share.

Leave A Reply