ঝালকাঠিতে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) লতিফা জান্নাতীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল।
বক্তারা বলেন,‘ আগামী প্রজন্মকে মহান স্বাধীনতার প্রকৃত ইতিহাস সঠিক ভাবে যানতে হবে। ১৯৭১ এর ২৫ মার্চ কি হয়েছিল, ২৬ মার্চ কি হয়েছিল। কি ভাবে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল নতুন প্রজন্ম এগুলো সঠিক ভাবে যেনে ও বুকে ধারন করে কাজ করলে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বির্নিমান করা সহজ হবে।
আলোচনা শেষে স্থানীয় শিশু শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

Share.

Leave A Reply